Dhaka রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন ঠেকানোর হুমকি জনগণের বিপক্ষে অবস্থান: টুকু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৩ Time View

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা নির্বাচন করতে দেবে না বলে হুমকি দেয়, তারা আসলে জনগণের বিপক্ষে অবস্থান নেয়। এটি তাদের ফ্যাসিবাদী মানসিকতা ও চরিত্রের প্রকাশ। তিনি বলেন, ‘জনগণ একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। সেই নির্বাচনে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বেছে নেবে। এ ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।’ আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই বাংলাদেশের মানুষ বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদের বিদায় করেছে। এমন মানুষিকতাই কিন্তু সাধারণ মানুষ চায়।’

সম্প্রতি ডাকসু ও জাকসু নির্বাচন সমালোচনা করে টুকু বলেন, ‘আপনারা দেখেছেন যে উগ্র সংগঠন তাদের সাবেক সংগঠন; তাদের সাবেক রূপ পরিবর্তন করে কাজ করছেন এবং তাই অনিয়মের পথ বেছে নেন।’

সদর উপজেলা মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান উত্তমকে বাড়িতে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে হত্যা প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘টাঙ্গাইলে প্রশাসনের ব্যর্থতার কারণে মগড়া ইউনিয়নের সাধারণ সম্পাদকের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করবে পুলিশ এমনটাই প্রত্যাশা।’

এসময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল জেলা বিএনপি সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখসহ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় খবর

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নির্বাচন ঠেকানোর হুমকি জনগণের বিপক্ষে অবস্থান: টুকু

Update Time : ০৫:১৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা নির্বাচন করতে দেবে না বলে হুমকি দেয়, তারা আসলে জনগণের বিপক্ষে অবস্থান নেয়। এটি তাদের ফ্যাসিবাদী মানসিকতা ও চরিত্রের প্রকাশ। তিনি বলেন, ‘জনগণ একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। সেই নির্বাচনে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বেছে নেবে। এ ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।’ আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই বাংলাদেশের মানুষ বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদের বিদায় করেছে। এমন মানুষিকতাই কিন্তু সাধারণ মানুষ চায়।’

সম্প্রতি ডাকসু ও জাকসু নির্বাচন সমালোচনা করে টুকু বলেন, ‘আপনারা দেখেছেন যে উগ্র সংগঠন তাদের সাবেক সংগঠন; তাদের সাবেক রূপ পরিবর্তন করে কাজ করছেন এবং তাই অনিয়মের পথ বেছে নেন।’

সদর উপজেলা মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান উত্তমকে বাড়িতে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে হত্যা প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘টাঙ্গাইলে প্রশাসনের ব্যর্থতার কারণে মগড়া ইউনিয়নের সাধারণ সম্পাদকের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করবে পুলিশ এমনটাই প্রত্যাশা।’

এসময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল জেলা বিএনপি সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখসহ উপস্থিত ছিলেন।