Dhaka রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়া কাপে সুপার ফোরের লড়াইয়ে টিকে রইলো বাংলাদেশ

হারলেই এশিয়া কাপ শেষ এমন সমীকরণে খেলতে নেমে শুরুতে তানজিদ তামিমের অসাধারণ ব্যাটিং ও বোলিংয়ে নাসুম-মোস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্সে আফগানদের ৮ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে টিকে রইলো বাংলাদেশ। দেশের বাইরে প্রথমবার আফগানদের হারালো লিটন-তামিমরা।

এশিয়া কাপে রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিলো বাংলাদেশ-আফগানিস্তান। শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানদের বিপক্ষে ৮ রানের জয়ে এশিয়া কাপে নিজেদের আশা বাঁচিয়ে রাখলো লাল সবুজের প্রতিনিধিরা। দেশের বাইরে ৬ষ্ঠ বারের চেষ্টায় প্রথমবারের মতো আফগানদের হারালো টাইগাররা।

জিতলে টিকে থাকবে আশা আর হারলেই ঘরে ফিরতে হবে এমন সমীকরণের বোঝা নিয়ে মাঠে নামে লিটন বাহিনী। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে বেশ শক্তিশালী আফগানরা। তবে সেই আফগানদের শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশ।

ডু আর ডাই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন তামিম। জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই সেদিকুল্লাহ আতালের উইকেট তুলে নেন নাছুম আহমেদ। চতুর্থ ওভারে ইব্রাহিম জাদরানকেও ফেরান নাছুম। ৫১ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আফগানরা ।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানরা। একে একে আউট হন নাবি, গুলবাদিন ও কারিম জানাত। শেষ দিকে নাসুম ও মোস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪৬ রানে অল আউট হয় তারা। ২৮ রানে ৩ উইকেট নেন ফিজ। ২ টি করে উইকেট নেন নাসুম, তাসকিন ও রিশাদ।

এ জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করেছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে আফগানদের টপকে দুই নম্বরে তারা। বৃহস্পতিবার শ্রীলঙ্কা আফগানদের হারালে সরাসরি সুপার ফোরে খেলবে লাল-সবুজরা। নতুবা আসবে নেট রান রেটের হিসেব-নিকেশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় খবর

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

এশিয়া কাপে সুপার ফোরের লড়াইয়ে টিকে রইলো বাংলাদেশ

Update Time : ০৪:৩৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

হারলেই এশিয়া কাপ শেষ এমন সমীকরণে খেলতে নেমে শুরুতে তানজিদ তামিমের অসাধারণ ব্যাটিং ও বোলিংয়ে নাসুম-মোস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্সে আফগানদের ৮ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে টিকে রইলো বাংলাদেশ। দেশের বাইরে প্রথমবার আফগানদের হারালো লিটন-তামিমরা।

এশিয়া কাপে রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিলো বাংলাদেশ-আফগানিস্তান। শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানদের বিপক্ষে ৮ রানের জয়ে এশিয়া কাপে নিজেদের আশা বাঁচিয়ে রাখলো লাল সবুজের প্রতিনিধিরা। দেশের বাইরে ৬ষ্ঠ বারের চেষ্টায় প্রথমবারের মতো আফগানদের হারালো টাইগাররা।

জিতলে টিকে থাকবে আশা আর হারলেই ঘরে ফিরতে হবে এমন সমীকরণের বোঝা নিয়ে মাঠে নামে লিটন বাহিনী। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে বেশ শক্তিশালী আফগানরা। তবে সেই আফগানদের শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশ।

ডু আর ডাই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন তামিম। জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই সেদিকুল্লাহ আতালের উইকেট তুলে নেন নাছুম আহমেদ। চতুর্থ ওভারে ইব্রাহিম জাদরানকেও ফেরান নাছুম। ৫১ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আফগানরা ।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানরা। একে একে আউট হন নাবি, গুলবাদিন ও কারিম জানাত। শেষ দিকে নাসুম ও মোস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪৬ রানে অল আউট হয় তারা। ২৮ রানে ৩ উইকেট নেন ফিজ। ২ টি করে উইকেট নেন নাসুম, তাসকিন ও রিশাদ।

এ জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করেছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে আফগানদের টপকে দুই নম্বরে তারা। বৃহস্পতিবার শ্রীলঙ্কা আফগানদের হারালে সরাসরি সুপার ফোরে খেলবে লাল-সবুজরা। নতুবা আসবে নেট রান রেটের হিসেব-নিকেশ।