মেসার্স ফুরফুরী ট্রেডার্স এর জিএম হাজী মোঃ আবু বক্কর সিদ্দিক মেসার্স ফুরফুরী ট্রেডার্সকে জড়িয়ে, মেসার্স তাইবা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ আলী হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর এলাকায় মিথ্যা, বানুয়াট,সংবাদ সম্মেলন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মঙ্গলবার দুপুর ২টায় মেসার্স ফুরফুরী ট্রেডার্স এর নিজ অফিসে সাংবাদিকদের এক লিখিত প্রতিবাদ পত্রের মাধ্যমে এসব কথা জানান।
প্রতিবাদপত্রে উল্লেখ করেন, দীর্ঘদিন যাবৎ সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। কিন্তু গত ১৩ সেপ্টেম্বর ও ১৬ সেপ্টেম্বর ২০২৫, তারিখে মেসার্স তাইবা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ আলী হোসেন ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের বিভিন্ন স্থানে সংবাদ সম্মেলন করে তাকে ও তার প্রতিষ্ঠানকে জড়িয়ে বিভ্রান্তিকর, মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রদান করেন। উক্ত বক্তব্য ইতিমধ্যে বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়।
মেসার্স ফুরফুরী ট্রেডার্স এর জিএম দাবী করেন,
মেসার্স তাইবা ট্রেডার্সের সাথে কোন প্রকার লেনদেন হয় নাই।
তিনি আরও বলেন, “আমার এবং আমার প্রতিষ্ঠানের সঙ্গে মোঃ আলী হোসেন বা তার প্রতিষ্ঠানের কোনো ব্যবসায়িক সম্পর্ক বা বিরোধ নেই। তবুও তিনি স্থানীয় কিছু লোকজনকে প্রলুব্ধ করে আমার বৈধ কার্যক্রমকে বাধা প্রদান করছেন, যা সম্পূর্ণ অনৈতিক।”
মেসার্স ফুরফুরী ট্রেডার্স এর জিএম জোর দিয়ে বলেন,
তিনি নিয়মিতভাবে সরকার নির্ধারিত সকল প্রকার কর, ভ্যাট ও ট্যাক্স প্রদান করে বৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন। তিনি উক্ত সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।এসময় তিনি সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদকঃ 














